উফ! তোমার দিকে চাইতে পারি না, চোখে ব্যাথা হয়… তুমি এত সোন্দর আজকে য্যান একটা ঝকঝকা নতুন বেলেড রইদের আলোয় চিকচিক চিকচিক করে ধার। বেশিক্ষন চায়া থাকা যাইতেসে না আর… হায়রে পিরিতি, এই সুখ - এই সুখের মতো ব্যাথা.. এই ফুল এই কাঁটা আমার চোখ হয়্যা যাইতেসে ফালা ফালা তবু দেইখা থাকতে মন চায় তোমারে, ওগো লেবু পাতার মালা। কওতো, তোমার এতো সোন্দরের দিনে না তাকায় কি পারি? তুমি এতো শখ কইরা সাজলা… জানোইতো তোমার সাজের তলে আমি মাজুল… আর জানোইতো পোলারা ক্যামন… অসভ্য একেকটা- চায়া থাকবে তোমার দিকে ড্যাবড্যাবায়া... আর হিংসুইটা আমিতো তেমন না… জানোই। তবু মনে মনে দোয়া না কইরা পারি না; আমি বাদে আর সবার চোখেরে য্যান্ ছ্যাদা কইরা দেয় আজকে তোমার- রূপ। তু.ষা.র ২০ ফেব্রুয়ারি, ২০২১ ঢাকা, বাংলাদেশ দুপুর ১২টা দুই।
কবিতা ভালো লাগলে বইলেন আমারে, পইড়েন আবার। কবিতা খুব পার্সোনাল, সোশাল, আবার খুব পলিটিক্যালো… যদি ক্লোজ কোনো ফ্যামেলী মেম্বার বা দোস্ত বন্ধু থাকে, যার সাথে শেয়ার করলে সেও আপনার ফিলিংটার রং ধরতে পারবে, তাইলে শেয়ার কইরেন, নয়তো কইরেন না…
শেয়ারের পাশাপাশি লেখালেখিরে সাপোর্ট করতে পারেন। প্লেজ করার ব্যাবস্থা আছে। আর সাবস্ক্রাইব করতে পারেন নিউজলেটারে… যদি না করে থাকেন অলরেডি। অন্যদেরো বলতে পারেন। কারণ আমার পকেট নানান রকম লেখা আর গল্প/কবিতায় ভরা… আর প্রতি সপ্তায় পাবলিশ করি আমি… 🙂
আরেকটা ব্যাপার শেয়ার করি আপনেদের সাথে... আমার একটা কবিতার বই বাইর হইসে। ডেথ, লাভ আর পলিটিক্স নামে… কিনতে চাইলে রকমারিতে পাবেন।-